সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
মালয়েশিয়ায় চার্জে থাকা ওয়্যারলেস হেডফোন দিয়ে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। তবে কোন ব্র্যান্ডের চার্জার ও হেডফোন সে ব্যবহার করেছিলো সে সম্পর্কে কিছু জানা যায়নি।
১৬ বছর বয়সী মোহাম্মদ আইদি আজহার জাহরিনের মা কর্মস্থলে যাওয়ার সময় দেখেন তার ছেলে মেঝেতে শুয়ে আছে। তিনি ভেবেছিলেন ছেলে ঘুমাচ্ছে।
এরপরে বিকালে ফিরে এসেও একই অবস্থায় জাহরিনকে পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। কাছে গেলে দেখতে পান কানে রক্ত জমাট বেঁধে আছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।চলতি মাসের ৫ তারিখ দেশটির রেম্বাও শহরে এ ঘটনা ঘটে।ত্রুটিপূর্ণ ডিভাইসের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এটাই প্রথম না।
২০১৬ সালে চার্জে থাকা ফোনের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন মালয়েশিয়ান এক নারী। এর আগে ২০১৭ সালে লন্ডনে এক ব্যক্তি চার্জে থাকা ফোন হাতে পানি ভর্তি বাথটাবে পরে গিয়ে মৃত্যুবরণ করেন।অসর্তকভাবে ব্যবহার করলে প্রিয় ডিভাইসটিও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে ফোন চার্জে দেওয়া অবস্থাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।