টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
বিশ্বের সুনামধারী গাড়ি নির্মাতা কোম্পানি ‘টয়োটা’র ব্যাপারে কারো অজানা নয়। কোম্পানিটি এবার এমন একটি রোবট তৈরি করেছে যা মানুষ-আকৃতির। এই রোবট মানুষের মতো অঙ্গভঙ্গি করতে পারে। ৫-জি কমিউনিকেশনের মাধ্যমে একে ছয় মাইল দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাবে।
টয়োটা জানায়, এই রোবট চিকিৎসা ক্ষেত্রে কাজে আসবে। একই সঙ্গে এটিকে বাসা বাড়ির কাজেও ব্যবহার করা যাবে। কোম্পানিটি এর আগেও মানুষ আকৃতির রোবট তৈরি করেছে। তবে এবারের রোবটটি অত্যাধুনিক। এই সংস্করণের নাম টি-এইচআরথ্রিওয়ান।
টয়োটা আরো জানায়, অদূর ভবিষ্যতে মানুষ আকৃতির এই রোবটকে মহাকাশ গবেষণার কাজেও ব্যবহার করা যাবে। কয়েকদিন পরই টোকিও বিগ সাইট ও টোকিও স্কাই ট্রি ভবনের প্রদর্শনীতে এই প্রযুক্তি প্রদর্শন করা হবে।