বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান কখন হয়
ধর্ম ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
হে আলী। এ কথাগুলো আমার মন লাগিয়ে শোন। তুমি কী জান মানব সন্তান কেন বুদ্ধিপ্রতিবন্ধী হয়? চাঁদের গতি-প্রকৃতির সঙ্গে রয়েছে এর গভীর সম্পর্ক। বিস্মিত হয়ে হজরত আলী বললেন, হে আমার আল্লাহর নবী, ব্যাপারটি আমায় খুলে বলুন। নবীজি বলতে লাগলেন- চাঁদের প্রথমা আর মধ্য মাসের রাতগুলোয় স্ত্রী আনন্দ ভোগ করো না। কেননা, এ সময়ের চাঁদের প্রভাবে সন্তান বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে জন্মায়। তুমি দেখ, যারা বুদ্ধিপ্রতিবন্ধী তারা সবাই এ সময়ের জাতক।
আর হ্যাঁ আলী, এটাও ভুলে যেও না। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, হোক সে পুত্র বা কন্যা, তার ডান কানে আজানের সুর পৌঁছে দিও। সন্তানের বাম কানে শুনিয়ে দিও একামতের ধ্বনি। তখন এ সন্তানের কোনো ক্ষতি করতে পারে না শয়তান।
তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গে মিলবে, তখন আল্লাহর কাছে বলবে- হে আল্লাহ, শয়তান থেকে আমাদের দূরে রাখ। আর এ মিলন থেকে আমাদের কিছু দান করলে তার থেকে শয়তানকে দূরে হটিয়ে দাও। তোমাদের ভাগ্যে যদি কোনো সন্তান থেকে থাকে এই দেয়ার ফলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, তুমি কী আংটি পর হাতে? যদি আংটি ব্যবহারের অভ্যাস থাকে, তবে মধ্যমা এবং তর্জনীতে আংটি পরো না। নবীর উম্মতরা এই অঙ্গনে আংটি ব্যবহার করত। হাতে আংটি পরলে কনিষ্ঠ আঙুলকে যেন একা রেখ না।
আল্লাহ খুশি হন কখন
জান কি হে আলী, আল্লাহ খুশি হন কখন? আল্লাহ তখনই খুশি হন, বান্দা যখন বলে- হে আমার মাবুদ আমাকে ক্ষমা কর। আমার পাপ মার্জনা করার কেউ নেই তুমি ছাড়া। বান্দার আন্তরিক আবদারে আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলেন, হে ফেরেশতার দল তোমরা সাক্ষী রইলে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম।
আল্লাহ রেগে যান কখন
আল্লাহ রেগে যান মিথ্যাবাদীর ওপর। এরকম মানুষের মুখে মিথ্যার কালি লেপে দেন তিনি। মিথ্যাবাদীর খাতায় নাম উঠে যায় এসব বান্দার। সত্য উচ্চারণ করা বান্দাদের খুব পছন্দ করেন। সত্যবাদীদের মুখ সত্যের প্রভাবে উজ্জ্বল হয়ে ওঠে। আল্লাহর এসব বান্দার নাম সত্যবাদীর খাতায় উঠে যায় তখন।
সবসময় কল্যাণ বয়ে আনে সত্য। আর মিথ্যা বয়ে আনে অকল্যাণ-অমঙ্গল। এটা যেন কখনও ভুলে যেও না হে আলী।
লেখক : হিজরি চতুর্থ শতকে আবু মুহাম্মদ হাসান হাররানি লিখেছেন আরবি গ্রন্থ তুহাফুল উকুল। সে সময় অনেক খেটে-খুঁটে আহলে বাইতবিরোধীদের রক্তচক্ষু এড়িয়ে এ গ্রন্থে তিনি নবী পরিবারের উপদেশগুলো জড়ো করেছেন। দুর্লভ এসব উপদেশ একটু একটু করে উপস্থাপন করছেন ব্যতিক্রমী লেখক কোরআন ভাবুক।