হাবিপ্রবিতে ভর্তি হতে এসে শিক্ষার্থী আটক
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
জালিয়াতির অপরাধে আটককৃত এ শিক্ষার্থীকে প্রক্টোরিয়াল বডির মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সবকিছু স্বীকার করায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বুধবার ‘এ’ ও ‘জি’ ইউনিটের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলে। বুধবার ভর্তির প্রথমদিন ‘জি’ ইউনিটের এক শিক্ষার্থীকে জালিয়াতির কারণে আটক করা হয়।
আটককৃত শিক্ষার্থীর নাম. মো. রোনক ইসলাম। সে গাজীপুরের মো. মশিউর রহমানের ছেলে। তার ভর্তি পরীক্ষার রোল- ৭০৪২৬৪। সে ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ২৩তম হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. খালিদ হোসেন বলেন, শিক্ষার্থীর ছবি সাথে মিল না থাকায় তাকে সন্দেহ করা হয় এবং পরে সে নিজে থেকে সবকিছু স্বীকার করে। আটককৃত শিক্ষার্থীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করে।
প্রসঙ্গত, এ বছর ২০ থেকে ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির আটটি অনুষদের অধীন ৪৪টি বিভাগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।