আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন যবিপ্রবি উপাচার্য
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

অণুজীববিজ্ঞান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে যোগ দিতে ভারতের পুনে গেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
বুধবার সন্ধ্যায় ভারতের পুনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ‘এমপাওয়ারিং সোসাইটি উইথ মাইক্রোবায়াল টেকনোলজি (আইসিইএসএমপি-২০১৯) শীর্ষক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ভারতের তুলজারাম চাতুরচাঁদ কলেজ, অ্যাসোসিয়েশন অব মাইক্রোবায়োলজিস্ট অব ইন্ডিয়ার (এএমআই) পুনে ইউনিট এবং ভারতের মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি।
৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানেই মূল বক্তব্য দেবেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন আগামী ৯ ফেব্রুয়ারি সমাপ্ত হবে। সফর শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।