খেলাধুলা আর সাংস্কৃতিক চর্চা নাথাকলে সমাজ কলুষিত হয়ে যায় :আনোয়াের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫১ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওযামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নাটক সমাজের দর্পণ। নাট্যকর্মীরা সেই দর্পণের ফ্রেম। আয়না না থাকলে যেমন সমাজের চেহারা অবলোকন করা যায়না। তেমনি ফ্রেম ছাড়াও আয়নার শোভা থাকেনা। কাজেই ফ্রেম সমেত আয়না আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নাট্যকর্মীজোট তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি সকল কলাকুশলীর উদ্দেশ্যে এসব কথা বলেন।
আনোয়ার হোসেন আরো বলেন, খেলাধূলা আর সাংস্কৃতিক চর্চা না থাকলে সমাজ কলুষিত হয়ে যায়। নেশার অপব্যবহার বেড়ে যায়। শুধুমাত্র নাটকই সমাজটাকে ভাল করে তুলতে পারে।
জোটের আহ্বায়ক নারায়ণগঞ্জের বিশিষ্ট নাট্যজন বাহাউদ্দিন বুলুর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব বিশিষ্ট সংবাদ, নাট্য ও মানবাধিকারকর্মী এম.আর.হায়দার রানা, যুগ্ম সদস্য সচিব শফিউল আলম রেজা, আবু হানিফা মাছুম, নাট্যকর্মী সামছুর রহমান ফালান ও কেয়া প্রমূখ।
চেয়ারম্যানের সাথে আলাপচারিতায় জোট নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জের নাটক অঙ্গনের বেহাল অবস্থার চিত্র তুলে ধরেন। সেই সাথে নাটক করার জন্য অতিদ্রুত একটি নাট্যমঞ্চ চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন।
পাশাপাশি সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের আসন্ন মহান একুশের অনুষ্ঠানসহ জোটের সকল কর্মকান্ডে চেয়ারম্যান আনোয়ার হোসেনকে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করলে তিনি তাতে সম্মতি প্রদান করেন।