বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপিকে কাছে টানতে ব্যর্থ ঐক্যফ্রন্টের ২ প্রার্থী

নারায়নগঞ্জ প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

বিএনপির মূল ধারার নেতাকর্মীদের নিজেদের কাছে টানতে ব্যর্থ হচ্ছেন নারায়ণগঞ্জের দুটি আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থীরা। নাগরিক ঐক্য ও জমিয়তে উলামায়ে ইসলামের এ দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও অঙ্গদলের প্রথম সারির নেতাদের ছাড়াই।

বিশেষ করে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু হওয়ার ৭ দিন পরেও বিএনপির শীর্ষ নেতাদের ছাড়াই গণসংযোগে নেমেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমী।

আর নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের এসএম আকরামের সঙ্গে প্রচারণায় থাকা গুটিকয়েক বিএনপি নেতার অনেকেই হঠাৎ করেই মাঠ ছেড়ে দিয়েছেন। অপরদিকে মুফতি মুনির হোসাইন কাশেমীকে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। দলীয় সূত্র জানায়, ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির দিনব্যাপী ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেও তার পাশে ছিলেন না জেলা বা ফতুল্লা বিএনপির কোনো শীর্ষ নেতা ।

গত ৭ দিন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার কাছে ধরনা দিয়েও কাউকেই পাশে পাননি কাসেমী। ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও জমিয়তে উলামা ও হেফাজতে ইসলামের গুটিকয়েক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাকে প্রচার চালাতে দেখা যাচ্ছে।

অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানেও বাড়ির ছাদে কিছু চেয়ার রাখা, কিন্তু নেই কোনো নেতাকর্মী। আছে একটি টিভি। নেতাকর্মীদের সঙ্গে এসএম আকরামের যোগাযোগে অসামঞ্জস্যতা থাকায় বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা তার সঙ্গে সঠিক সময়ে দেখা-সাক্ষাৎ করতে পারছেন না।