সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেশার অপর নাম ফোর্টনাইট গেম!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

ফোর্টনাইট। একটি গেমের নাম। সারা বিশ্বে এই গেমটি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ-উত্তেজনার শেষ নেই। ফোর্টনাইট বিখ্যাত ভিডিও গেম ডেভেলপার এপিক গেমসের তৈরি একটি রিয়াল টাইম অনলাইন ব্যাটল রয়্যাল গেম। এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত। এই গেমটি এখন আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসেও খেলা যাচ্ছে। দুর্ভাগ্যবশত এই গেমটি এখন একটি নেশার নামে পরিচিত হয়েছে।

সম্প্রতি প্রাশ্চাত্যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে ভিডিও গেম খেলার মাত্রাতিরিক্ত নেশা কাটাতে রিহ্যাব সেন্টারে পাঠাচ্ছে।রিহাবে যাওয়া শিশুদের অধিকাংশই ফোর্টনাইট গেমে আসক্ত। যে কারণে এই গেমকে এখন শুধু একটি খেলা নয় বরং এটি একটি বিশেষ সমস্যা বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের আচরণ বিশেষজ্ঞ লরিন মারে বলেন, ‘ভিডিও গেমটি হেরোইন আসক্তির মতো। একবার এটি খেলা শুরু করলে এর থেকে ফেরা কঠিন।’

ভিডিও গেমের নেশা শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ না। এক জরিপে দেখা গেছে, ২০১৮ সালে ভিডিও গেমে অতিরিক্ত আসক্তির কারণে যুক্তরাজ্যে ২০০ বিবাহ-বিচ্ছেদ ঘটেছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছর প্রথমবারের মতো ভিডিও গেমে আসক্তিকে মানসিক স্বাস্থ্য সমস্যার তালিকাভুক্ত করেছে। এই আসক্তিকে ‘গেমিং রোগ’ বলে চিহ্নিত করা হয়েছে।