রোববার   ০৭ জুলাই ২০২৪   আষাঢ় ২৩ ১৪৩১   ৩০ জ্বিলহজ্জ ১৪৪৫

বৃষ্টি ঝরবে আরও দুদিন

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে রবিবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত না হানলেও এমন বৃষ্টি চলতে পারে আরও দু-এক দিন। রাতের তাপমাত্রাও অন্তত চার ডিগ্রি কমতে পারে।

এ মাসের শেষের দিকে বয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। এদিকে হঠাৎ এমন তাপমাত্রা পতনে বিক্রি বেড়েছে শীতের কাপড়ের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও সামান্য বৃষ্টি ঝরছে। মেঘ, বৃষ্টি ও মৃদু বাতাসের কারণে শীতের অনুভূতি। তবে ফেথাই দুর্বল হয়ে গেলেও এর প্রভাব ২০ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত বিশেষজ্ঞরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে থাকবে। এর পরই পড়তে শুরু করবে শীত।

গতকাল সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। সঙ্গে ঘন কুয়াশা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। বিড়ম্বনায় পড়ে দেশের অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল। ঢাকা থেকে ছেড়ে যাওয়া নভো এয়ার ও ইউএস বাংলার সকাল ৯টা ও ১০টার ফ্লাইট যশোর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে আসে। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর আড়াইটায় ফের যশোরের উদ্দেশে রওনা হয় বিমান দুটি।

হিমেল হাওয়া আর বৃষ্টির কারণে গতকাল জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে বের হয়নি রাজধানীবাসী। ফলে ব্যস্ত রাস্তায় যেন শীতের আমেজ। তাপমাত্রা কমে যাওয়ায় নগরবাসীর গায়ে উঠেছে গরম কাপড়। এই ধাক্কায় শীতের পোশাকের বেচাবিক্রিও বেড়ে গেছে। বাজার জমে ওঠায় খুশি রাজধানীর নীলক্ষেতে নিউসুপার মার্কেটের গরম কাপড় ব্যবসায়ী এআর সোহেল। আমাদের সময়কে তিনি বলেন, ‘হঠাৎ ঠাণ্ডা পড়ায় গরম কাপড়ের বেচাবিক্রি বেড়েছে। দুদিন থেকেই মূলত ক্রেতা আসতে শুরু করেছে দোকানে। সোয়েটার, জ্যাকেট, টুপির চাহিদাই বেশি।’