আড়াইহাজারে কে হচ্ছেন নৌকার মাঝি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
আড়াইহাজারে কে হচ্ছে নৌকার মাঝি? এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সর্বত্র। আসন্ন উপজেলার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে রীতিমত আদাজল খেয়ে মাঠে নেমেছেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী চার নেতা।
এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিঞা মুহাম্মদ আলাউদ্দিন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার।
তবে এবার শাহজালাল মিয়া বেশ বেকায়দায় পড়েছেন। তাকে এক চুলও ছাড় দিতে নারাজ দলের সম্ভাব্য অন্য প্রার্থীরা। গত দুইটি উপজেলা নির্বাচনে শাহজালালকে দলীয় সমর্থন পেতে তেমন একটা বেশ পেতে হয়নি। এবার নির্বাচনে ঠিক তার উল্টো।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে বেশ কয়েক দফায় বৈঠক করে দলীয় একক প্রার্থী নির্ধারণ করতে পারেনি। এতে দল থেকে চারজন মনোনয়ন পাওয়ার আশায় ফ্রম জমা দিয়েছেন। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রার্থী নিয়ে কৌতুহল বেড়ে গেছে।
এখন সর্বত্রই একটি আলোচনা সর্বশেষ কে হচ্ছেন আড়াইহাজার উপজেলার নির্বাচনে নৌকার মাঝি। একাদশ জাতীয় নির্বাচনের পর পর উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন একটা উৎসাহ দেখা যাচ্ছে না। অনেকেই বলেছেন বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন।
এতে ভোটারদের মধ্যে উপজেলা নির্বাচন নিয়ে কোন উৎসাহ নেই। এতে নির্বাচনী মাঠেও নেই কোন উত্তাপ। সর্বত্রই এক ধরনের নিস্তদ্ধতা বিরাজ করছে। তবে দলীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক উদ্দীপনা।
প্রার্থীদের মধ্যেও চলছে লবিং গ্রুপিং। নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহলকে। তবে দলীয় নেতাকর্মীদের মধ্যে অনেকেই এবার পরিবর্তনের পক্ষেও নিজের অভিমত ব্যাক্ত করেছেন। প্রথম থেকে কেউ কেউ প্রকাশ্যে শাহজালালের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।
তবে গুনজন রয়েছে শেষ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান শাহজালালেই আস্থা রাখতে পারে আওয়ামী লীগের হাইকমান্ড। এবার তিনি দলীয় মনোনয়ন পেলে হ্যাটক্টিক বিজয় হবে তার।