শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্দরে প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসব উদযাপন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

 বন্দর উপজেলার দীঘলদি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আন্দঘন পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব উদযাপন করেছেন শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। 


শনিবার (৯ ফেব্রুয়ারী) সকালে বন্দর প্রেসক্লাব এ পিঠা উৎসবের আয়োজন করে। দুপুরে আনুষ্ঠানিকভাবে এ পিঠা উৎসবের উদে¦াধন করেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।


বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান সরকার, কাউন্সিলর শারমিন হাবীব বিন্নী, বিশিষ্ট শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন চৌধুরী, নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহমেদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও স্থানীয় সাংবাদিকরা সহ গণ্যমান্য ব্যক্তিরা।


এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার হারুন আর রশিদ উপস্থিত থাকার কথা থাকলেও ঢাকায় পুলিশ বিভাগের একটি জরুরি সভায় যোগদানের কারনে তিনি উপস্থিত হতে পারেন নি। এ বিষয়টি তিনি মুঠোফোনে প্রেসক্লাবের সভাপতিকে জানিয়ে দু:খ প্রকাশ করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।  


আলোচনায় সভায় বক্তারা গ্রাম্য পরিবেশে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যবাহি পিঠা উৎসবের আয়োজন করায় প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

 

জবাবে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকার অঙ্গিকার করে বন্দক উপজেরাকে মাদকমুক্ত করারা ঘোষণা দেন। সেই সাথে সাংবাদিকসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।এছাড়া ভবিষ্যতে সামাজিক উন্নয়ন ও  বিনোদনমূলক এ ধরনের আয়োজনে সম্পৃক্ত থাকাসহ সব রকম সহযোগিতার আশ্বাস দেন। 


দিনব্যাপী এ পিঠা উৎসবে ঘরে তৈরী নানা ধরনের মুখরোচক পিঠা প্রদর্শনের পাশাপাশি নারী ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন গ্রাম্য খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফলে পিঠা উৎসব ভিন্ন উৎসবে পরিনত হয়। শিশু-কিশোররা দিনভর মেতে থাকে উৎসবের আনন্দে। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।