শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

ক্রিকেটবিশ্বে এখন চলছে টি-টোয়েন্টির জোয়ার। এর জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইভিত্তিক ঘরোয়া লিগ। ব্যতিক্রম নয় বাংলাদেশও। এখানে হয় টি-টোয়েন্টি লিগ-বিপিএল। তাতে অংশ নেন দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররা। তবে আসেন না ভারতের কোনো ক্রিকেটার। এখন চাইলে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারবেন তারা।

 

শুধু বিপিএল নয়, নিজেদের দেশে আয়োজিত আইপিএল ছাড়া কোনো বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলেন না ভারতীয় ক্রিকেটাররা। এ নিয়ে যে শুধু খেলোয়াড়দেরই অনীহা আছে-নিতান্তই এমনটি ভাবা ভুল। আছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও (বিসিসিআই) বিধিনিষেধ। তবে এখন চাইলে বিপিএলের মতো টুর্নামেন্টেও অংশ নিতে পারবেন তারা।

এমনই ইঙ্গিত দিয়ে খোদ বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলেন ভারতীয় ক্রিকেটাররা। চাইলে বাংলাদেশের প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারবেন তারা। বোর্ড থেকে কোনো বিধিনিষেধ নেই।

তিনি বলেন, ইচ্ছা পোষণ করলে ডিপিএলের মতো বিপিএলের অংশ নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। এতে খেলা কিংবা না খেলা পুরোটাই নির্ভর করছে তাদের ওপর। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।