আইনজীবী সুমনের লাইভে আবার টনক নড়ল কর্তৃপক্ষের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছয় মাস ধরে রাস্তার পাশে পড়ে থাকা গাড়ি সরানোর কেউ ছিল না। আলোচিত আইনজীবী সায়েদুল হক সুমন ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে কথা বলার পর উদ্যোগী হলো পুলিশ। সরিয়ে নেওয়া হয়েছে গাড়িটি।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে বিকল গাড়ি ছয় মাস ধরে পড়ে ছিল। ব্যারিস্টার সুমন তার আলোচিত ফেসবুক লাইভে এবার কথা বলেন এই বিষয়টি নিয়ে। আর এরপর উদ্যোগী হয় পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত এই প্রসিকিউটর এর আগেও নানা সময় ফেসবুক লাইভে এসে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। সম্প্রতি তিনি ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকার বিষয়টি তুলে ধরে ফেসবুক লাইভে আসেন। এই খুঁটির কারণে দুর্ঘটনা ঘটতে পারত। ফেসবুক লাইভের পর খুঁটিটি সরিয়ে নেওয়া হয়।
একই পরিস্থিতি নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘটেছে। উপজেলার বাগবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিকল অবস্থায় পড়েছিল একটি বাস। এ পথে যাওয়ার সময় ব্যারিস্টার সুমন এটি দেখতে পান। এ সময় তিনি ফেসবুকে লাইভে আসেন। তার এই লাইভগুলো আগে থেকেই জনপ্রিয়। আর এবারও এটি ভাইরাল হয়ে যায়।
সুমন লাইভে বলেন, ‘পৃথিবীর কোন দেশ নাই যেখানে গাড়ি এভাবে পড়ে থাকবে। অথচ গাড়িটি পড়ে আছে কেউ খবর নিচ্ছে না। মহাসড়ক কি কোনো পরিত্যাক্ত গ্যারেজ যেখানে গাড়ি ফেলে রাখবেন? এ রকম মহাড়কের পাশে এমন একটি গাড়ি পড়ে থাকবে সেটা কেউ সরাবে না? তাহলে আমরা কিসের মধ্যে আছি?’
নারায়ণগঞ্জের ডিসি, এসপি ও ওসির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হাত জোড় করে অনুনয় করে বলেন, ‘এখানে আমার জান যেতে পারে। আপনার জানও যেতে পারে। ছয় মাস একটি মহাসড়কে গাড়ি পড়ে থাকতে পারে না।’
ওই ঘটনার পর বাসটি সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন। তিনি জানান, এটি ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ছিল। আর তিনি গাড়িটি সরিয়ে নিয়ে গেছেন।