সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আখেরি মোনাজাত আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ইবাদত বন্দেগির মধ্য দিয়ে চলছে ৫৩তম বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখো মুসলমানের কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনিতে মুখর তুরাগ তীর। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ জমায়েতের দ্বিতীয় দিন।

 

তাবলিগ জামাতের বাংলাদেশ শূরার সদস্য ও কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগে হেদায়েতি বয়ান করবেন বাংলাদেশের মাওলানা আবদুল মতিন। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মোনাজাত হতে পারে।

চার দিনের এবারের ইজতেমায় সোমবার দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতের মাধ্যমে ২০১৯ সালের কার্যক্রম শেষ হবে। 

 

বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম আখেরি মোনাজাত করছেন একজন বাংলাদেশি। এ কারণে মোনাজাত আরবি ও বাংলা ভাষায় হবে বলে আশা করছেন অনেকেই। এতদিন তা আরবি ও উর্দু ভাষায় হয়ে আসছিল। শেষ দশকে ভারতের মাওলানা জোবায়ের, শেষ দুই বছরে মাওলানা সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করেছিলেন। এছাড়া প্রায় এক দশক ধরে হেদায়েতি বয়ান করে আসছিলেন মাওলানা সাদ। হেদায়েতি বয়ান ও মোনাজাত বাংলায় হলে সেটি হবে বিশ্ব ইজতেমার ইতিহাসে প্রথম।

প্রসঙ্গত, দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিয়েছেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় সমাবেশে। এবার দেশের ৬৪ জেলার তবলিগ অনুসারীরা চার দিনকে দুই ভাগে ভাগ করে অংশগ্রহন করছেন। ইজতেমাকে সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি। বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশে স্থায়ী সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও সমবেত লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে তবলিগের ছয় উসূল অর্থাৎ কালেমা, নামাজ,এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তবলিগ ইত্যাদি বিষয়ে আম বয়ানের মাধ্যমে শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।