শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

না’গঞ্জে তৈমুর আলমসহ ৮৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পৃথক দুটি নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার ও জেলা বিএনপি সভাপতি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামানকে অভিযুক্ত করে বিএনপির ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগপত্র দুটি দাখিল করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার ধার্যদিনে অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।

আদালত সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তরপাড়া রাবেতা আল হাসান মার্কেটের সামনে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে বিএনপি নেতা-কর্মীরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে যানবাহন ভাঙচুর করে তারা।

এ ঘটনায় পুলিশের এসআই মোস্তফা কামাল খান বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত শেষে তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আবু শাহাদাত সায়েম, মাহাবুবুর রহমানসহ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অপরদিকে ৪ সেপ্টেম্বর রূপগঞ্জের গাইছিয়া ২নং মার্কেটের সামনে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে বিএনপির নেতা-কর্মীরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে যানবাহন ভাঙচুর করে তারা।

এ ঘটনায় পুলিশের এসআই নাদির-উজ-জামান বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত শেষে তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামানসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।