উপার্জনে হালাল-হারাম মিশ্রিত ব্যক্তির উপহার গ্রহণ কি বৈধ?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
প্রশ্ন :
কারো উপার্জন যদি হালাল এবং হারাম মিশ্রিত হয়, আর সে যদি আমাকে মোটামুটি বড় অংকের টাকা উপহার দেয়, তা কি নেওয়া জায়েয হবে?
উত্তর :
তার উপার্জনের অধিকাংশ হালাল হলে অথবা সে যা দিচ্ছে তা হালাল থেকে দিচ্ছে এমনটি বললে নেওয়া যাবে। আর যদি উপার্জনের অধিকাংশ হালাল নাকি অধিকাংশ হারাম তা জানা না থাকে এবং ব্যক্তিও নির্দিষ্ট করে বলে না দেয় যে এটা হালাল থেকে দেওয়া হচ্ছে, তাহলেও কোনভাবে হালাল হারামের পরিমাণটা জেনে উপরোক্ত মাসআলা অনুযায়ী আমল করতে হবে।–রদ্দুল মুহতার ৫/৯৮; মাজমাউল আনহুর ২/৫৪৮