সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে দুই শর্ত ছাড়া আমল কবুল হয় না

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

আমল আল্লাহর দরবারে কবুল হতে দুটি মৌলিক শর্ত রয়েছে। এ দুই শর্ত পাওয়া না গেলে আল্লাহর নিকট আমল কবুল হয় না।

 

প্রথম শর্ত: আমলটি একমাত্র আল্লাহর জন্যেই করা। আল্লাহ তাআলা বলেন,
وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ  
“আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।” -সূরা আল-বায়্যিনাহ, আয়াত: ৫

তিনি আরও বলেন,
 فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا
“সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। -সূরা আল-কাহাফ, আয়াত: ১১০

দ্বিতীয় শর্ত: আমলটি সেই শরীয়ত মোতাবেক হওয়া, যা রাসূলুল্লাহ (সা.) নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন :
 قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ  
“বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন”। -সূরা আল-ইমরান, আয়াত: ৩১

আর রাসুলুল্লাহ (সা.) বলেন : “যে এমন আমল করল যার মধ্যে আমাদের আদর্শ নেই, সেটি প্রত্যাখ্যাত”। (সহীহ মুসলিম)

অতএব, আমলটি যদি রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ মোতাবেক না হয়, তাহলে সেটি কবুল করা হবে না। যদিও আমলকারী মুখলিস হয়।

রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সকল নেককাজগুলো আল্লাহর রাসুলের দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুযায়ী একমাত্র আল্লাহর জন্যেই করার তাওফিক দান করুন। আমীন।