ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
ধর্মের নামে নানা ভুল বিশ্বাস ও কুসংস্কার এখনও সমাজে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তেমনই একটি প্রচলিত কথা হল, “ঘরে মাকড়সার জাল থাকলে অভাব-অনটন দেখা দেয়”। আসলে এটি একটি অলীক বিশ্বাস।
কীভাবে অভাব-অনটনের সঙ্গে মাকড়সার জালের সম্পর্ক থাকতে পারে? স্বচ্ছলতা দান বা অভাব-অনটনের মালিক তো কেবল আল্লাহ তাআলা। তিনি চাইলে কাউকে অভাব-অনটনে রাখেন, চাইলে স্বচ্ছলতা দান করেন। আল্লাহ তাআলা বলেন,
إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا
“নিশ্চয় তোমার পালকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন। তিনিই তাঁর বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত,-সব কিছু দেখছেন।”-সূরা বনী ইসরাইল:৩০
তবে একথা স্মরণ রাখা দরকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং মাকড়সার জাল বা অন্যান্য ময়লা-আবর্জনা থেকে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কর্তব্য। এ ব্যাপারে প্রতিটি মুসলিমেরই সচেতন থাকা উচিত।