মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুনাহ হয়ে গেলে প্রথমেই আপনার যা করা উচিত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

قُلْ یٰعِبَادِیَ الَّذِیْنَ اَسْرَفُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللهِ، اِنَّ اللهَ یَغْفِرُ الذُّنُوْبَ جَمِیْعًا، اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ.

আপনি বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গোনাহ ক্ষমা করে দেন। সন্দেহ নেই, তিনিই ক্ষমাশীল দয়ালু। -সূরা যুমার : ৫৩

আল্লাহর বিভিন্ন নামের মধ্যে একটি নাম গাফফার। এই নামটির অর্থ যদি আমরা যথার্থভাবে অনুধাবন করতে পারি, তবে তা আমাদের ঈমান বৃদ্ধি করবে। গাফফার এমন একজনকে নির্দেশ করা হয়, যিনি ক্রমাগতভাবে বারবার কাউকে ক্ষমা করতে থাকেন। 

গফুর শব্দের অর্থ যিনি সাধারণভাবে ক্ষমা করেন কিন্তু গাফফার উনি যিনি এত অধিক ক্ষমাশীল যে, আপনি  যতবারই গুনাহ করেন, ততবারই তিনি আপনাকে ক্ষমা করেন। 

মানুষ স্বভাবতই দুর্বল প্রকৃতির। তার দ্বারা গুনাহের কাজ হয়ে যেতেই পারে। কিন্তু আল্লাহ ক্ষমাশীল। তিনি ক্রমাগতভাবে তার বান্দার আন্তরিক তওবা কবুল করে তাকে ক্ষমা করেন। 

সুতরাং, কখনো যদি কোন ত্রুটি বা গুনাহ করে ফেলেন, তবে প্রথমে স্মরণে ও বিশ্বাস করুন, আল্লাহ সর্বাধিক ক্ষমাশীল, আল্লাহই আপনাকে ত্রুটিমুক্ত ও পরিশুদ্ধ করবেন। সুতরাং, একমূহুর্ত বিলম্ব না করে আল্লাহর কাছে আন্তরিকভাবে ঐ গুনাহটি আর না করার প্রত্যয় নিয়ে ক্ষমা প্রার্থনা করুন।

আপনি যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এবং শপথ করেন গুনাহ থেকে দূরে থাকার, তবে আশা করা যায় আল্লাহ আপনাকে আপনার পাপ থেকে মুক্ত করে আপনাকে ক্ষমা করবেন। 

আল্লাহ আমাদের তওবা কবুল করুন এবং আমাদের সকল গুনাহ থেকে আমাদের বাঁচিয়ে রাখুন।