বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

হার্লি ডেভিডসনের প্রথম ইলেকট্রিক বাইক লাইভওয়্যার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ইলেকট্রিক বাইক নিয়ে আসছে মার্কিন কোম্পানি হার্লি ডেভিডসনের। নতুন বাইকের নাম লাইভওয়্যার। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ তে দু’টি নতুন ইলেকট্রিক বাইক সর্বসাধারণের সামনে আনে। 

 

১১৬ বছরের বয়সী কোম্পানি হার্লি ডেভিডসনের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শিত মডেলগুলো পরীক্ষামূলক নমুনা মাত্র। ভবিষ্যতে বাণিজ্যিক লঞ্চের আগে মডেল দু’টিতেই কিছু পরিবর্তন আনা হতে পারে। চলতি বছরের আগস্টে বাজারে যুক্তরাষ্ট্রের আসবে তাদের প্রথম ইলেকট্রিক বাইক।

ইলেকট্রিক বাইক দু’টির ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা স্যামসাং এসডিআই দাবি করেছে, ই-বাইক দু’টির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার আর ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩.৫ সেকেন্ড। এসব ই-বাইকের দাম ২৯,৭৯৯ ডলার (প্রায় ২৫ লাখ টাকা)।