ডাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ আজ থেকে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ আজ থেকে শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
তবে এখনই মনোনয়নপত্র নিচ্ছে না ছাত্রদল। ছাত্রদলের নেতারা বলেছেন, তারা মনোনয়নপত্র নেবেন না। হলের বাইরে ভোটকেন্দ্র ও প্রার্থিতার বয়সসীমা বাতিলসহ দাবি তারা জানিয়েছেন। দাবি আদায়ে শিগগিরই সাংগঠনিক কর্মসূচি দেবে সংগঠনটি।
সোমবার পৌনে ১২টার দিকে চতুর্থ দিনের মতো মধুর ক্যান্টিনে গিয়েছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের নিয়ে সেখানে গিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী। বেলা একটা পর্যন্ত তাঁরা মধুর ক্যান্টিনে ছিলেন।
১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
টেকসই সহাবস্থান নিশ্চিতে নির্বাচন তিন মাস পেছানো, বয়সসীমা বাতিল, হলের বাইরে ভোটকেন্দ্র, নির্বাচন ঘিরে গঠিত কমিটিগুলোর পুনর্গঠন করে নিরপেক্ষ শিক্ষকদের অন্তর্ভুক্তি ও ডাকসুর পুনঃতফসিল দাবি করেন আকরাম।