শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাঁচপুর ব্রীজ হতে মেঘনা ব্রীজ পর্যন্ত বাইলেন নির্মাণ করা হবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি সোমবার বিকালে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার তারকা চিহ্নিত প্রশ্ন ৫৩৫ এর উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চার লেন বিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজ হতে মেঘনা ব্রীজ পর্যন্ত মহাসড়কের পাশে বাইলেন নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বর্তমানে জরিপের কাজ চলমান আছে। 

মন্ত্রীর প্রশ্নের উত্তরের পর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের উন্নয়ন কর্মকা-ে সার্বিক সহযোগিতা ও সমাধানের জন্য মন্ত্রীকে সোনারগাঁবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এক বছর পূর্বে মাননীয় মন্ত্রী মহোদয়কে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে ধীরগতির যানবাহন চলাচলের জন্য বাইলেন নির্মাণ এবং অন্যান্য বিষয়ে অবহিত করলে তিনি মনোযোগ সহকারে শুনেন।