আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
মুসলিম উম্মাহর শান্তি ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমা। ১১টা ৪৬ মিনিটে শুরু হয় মোনাজাত, শেষ হয় ১২টা ০২ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা শামীম।
টঙ্গীর তুরাগ তীরে মঙ্গলবার আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ মানুষের সমাবেশ ঘটে। এর আগে ফজরের নামাজের পর আম বয়ান শুরু হয়। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত হয়।
সোমবার বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বিদের এক মশোহারায় সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা শামীমকে আখেরি মোনাজাতের দায়িত্ব দেয়া হয় বলে জানান দেশি মুসল্লিদের জিম্মাদার মাওলানা আশরাফ আলী।
এর আগে ১৭ ফেব্রুয়ারি রোববার দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমা শুরু হয়। সোমবার শেষ হওয়ার কথা থাকলেও প্রতিকুল আবহাওয়া এবং মাঠ অপরিষ্কার থাকায় সরকারের কাছে একদিন সময় বাড়ানোর আবেদন জানানো হয়।
এ আবেদনের প্রেক্ষিতেই ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় আজ মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।