মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জান্নাত পেতে নবীজি (সা.) যে দু’আর কথা বলেছেন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একাধিক সহীহ হাদিস থেকে জানা যায়, মুমিন বান্দাদের জন্য স্তরভেদে আল্লাহ তা’আলা ৮টি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তার মধ্যে জান্নাতুল ফিরদাউস সর্বশ্রেষ্ঠ।

বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,  

إذا سألتم الله فاسألوه الفردوس؛ فإنه أوسط الجنة، وأعلى الجنة، وفوقه عرش الرحمن، ومنه تفجَّر أنهار الجنة   

‘তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। কারণ, তা হলো, উৎকৃষ্ট জান্নাত ও উন্নত জান্নাত। এ জান্নাতের উপর রয়েছে পরম করুণাময় আল্লাহর আরশ। তা হতে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়।’- বুখারী ২৭৯০, ৭৪২৩

ফিরদাউস: আরবি ভাষায় ফিরদাউস বলা হয় এমন সমৃদ্ধ বাগানকে, যাতে রয়েছে সব ধরনের মনোরম গাছপালা এবং বিভিন্ন প্রকারের বাগান, যা থাকে তার সবই যে বাগানে পাওয়া যায়। (ফতহুল বারী ১৩/৬, কামুসুল মুহিত পৃষ্ঠা ৭২৫)

আল্লামা ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, জান্নাত হলো, গোলাকার গম্বুজের মতো। সর্বোৎকৃষ্ট, প্রশস্ত ও সর্বোত্তম জান্নাত হলো, জান্নাতুল ফিরদাউস। আর এ জান্নাতের ছাদ হলো, আল্লাহর আরশ। (হাদিয়ুল আরওয়াহ পৃষ্ঠা ৮৪)