সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রিপেমেন্ট মিটারিং কর্মসূচী শুরু তিন উপজেলায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

রূপগঞ্জসহ পার্শ্ববর্তী সোনারগাঁও ও বন্দর উপজেলায় যাত্রা শুরু হলো পল্লী বিদ্যুত-১ প্রিপেমেন্ট মিটারিং কর্মসূচী। মঙ্গলবার সকালে সোনারগাঁয়ের চেঙ্গাইন পল্লী বিদ্যুৎ-১ অফিসের কার্যালয়ের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। 


 
এনালগ ও ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রি-পেমেন্ট মিটার স্থাপনের আওতায় আনতে মঙ্গলবার সকালে সোনারগাঁয়ের চেঙ্গাইন পল্লী বিদ্যুৎ-১ সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রকৌশলী সাইরুল ইসলামের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাব জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফসিউল হক জাহাঙ্গীর,সাংবাদিক এস এম শাহাদাত, বন্দর জোনাল অফিসের প্রকৌশলী মোহাম্মদ জোনাব আলী, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিম সিকদার শিপলু, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আহসান উল্লা প্রমুখ।  

সভায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেন, প্রিপেমেন্ট মিটারিং কর্মসূচীর আওতায় আনা হলে গ্রাহক তার বাজেট অনুযায়ী বিদ্যুৎ বিল ব্যবহার করতে পারবেন। গ্রাহককে লাইনে দাঁড়াতে হবে না। 
মিটারের ব্যালেন্স নির্দিষ্ট পরিমানে চলে আসলে গ্রাহকের মিটারে এলার্ম দিবে। ইমার্জেন্সী ব্যালেন্স নেওয়ার সুযোগ থাকবে। ছুটির দিনে ব্যালেন্স শেষ হলেও গ্রাহক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। আলোচনাসভা শেষে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।