বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

বিল গেটসের নতুন প্রকল্প, ফসল ফলবে টয়লেটে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

একটি বিশেষ টয়লেটের উদ্বোধন করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এটি ব্যবহার করতে পানির দরকার হয় না৷ বরং সেই টয়লেট মানুষের মল থেকে সার তৈরি করে৷ সেখান থেকে ফলানো যাবে ফসল!

 

মঙ্গলবার চীনের সাংহাই শহরের একটি অনুষ্ঠানে এই টয়লেটের উদ্বোধন হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে, যেমন চীন বা থাইল্যান্ডে হচ্ছে এই টয়লেটটির মতো আরো অনেক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার৷ সে কারণেই এই দেশগুলির মধ্যে উন্নততর যোগাযোগ প্রয়োজন বলে মনে করেন বিল গেটস৷

এই বিশেষ প্রকল্পটিতে আর্থিক বিনিয়োগ করেছে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা’র সংস্থা, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’৷

 

বিশ্বের সবচেয়ে বড় এই বিনিয়োগকারী সংস্থার সাহায্যে নির্মিত টয়লেটটি অনেকটা কম্পিউটারের মতো নিজ থেকেই তার কাজ সম্পন্ন করতে সক্ষম৷ ঠিকমতো ‘প্রোগ্রাম’ করা হলে, নিজেই জলীয় ও শক্ত বর্জ্য পদার্থকে আলাদা করতে পারে এই টয়লেট৷ সারা বিশ্বে প্রতি বছর অন্তত পঞ্চাশ লক্ষ শিশু সঠিক শৌচাগারের অভাবে মারা যায়৷ এই সমস্যা প্রতিরোধ করতে গেটসের সংস্থা বিভিন্ন প্রকল্পে অর্থের জোগান দিয়ে থাকে৷

এরইমধ্যে বিল গেটসের সংস্থা এই টয়লেটের প্রকল্পে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে৷ ভবিষ্যতে আরো ২০০ মিলিয়ন এই প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনাও তাদের আছে।