জান্নাতের পথে প্রতিবন্ধক যে স্বভাব
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ইসলাম এক উন্নত জীবনের ধর্ম। যার শিকড় তো যমিনে প্রোথিত, কিন্তু শিখর নশ্বর এ জগতের পরিধি ছাড়িয়ে মৃত্যুর পরের অনন্ত জগত অবধি বিস্তৃত। এর বিশ্বাস ও জীবন ব্যবস্থার প্রতি সমর্পিত মুমিন বান্দার চারিত্রিক বৈশিষ্ট্য এ ধর্মের অন্যতম সৌন্দর্য। যার মাঝে উন্নত চরিত্র বিদ্যমান তাকে সর্বোত্তম মুমিন স্বীকৃতি দিয়ে হাদিস শরীফে ইরশাদ হয়েছে-
‘মুমিনদের মধ্যে ঈমানে অধিক পরিপূর্ণ সে, তাদের মধ্যে চরিত্রে যে উত্তম।’–মুসনাদে আহমাদ, আবু দাউদ, তিরমিযি
পক্ষান্তরে যার মাঝে এ গুণ নেই, যে স্বভাবে কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক এবং যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব-অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার নিকট নেই, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ব্যক্তি সম্পর্কে বলেন,
لَا يَدْخُلُ الْجَنَّةَ الْجَوَّاظُ ، وَلَا الْجَعْظَرِيُّ
“কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ঐ লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের নিকট গর্ব-অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নাই।” -আবু দাঊদ, হা/৪৮০১