অন্যের মা-বাবাকে গালি, পরিণতি বিষয়ে ইসলাম কী বলে?
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মানুষ কী আসলেই কখনো নিজ বাবা-মাকে গালি দেন! হাদীস শরীফে এ ব্যাপারে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ. قِيْلَ يَا رَسُوْلَ اللهِ وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أَمَّهُ
‘সবচেয়ে বড় কবীরা গুণাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার মা-বাবাকে অভিসম্পাত করা। বলা হলো, হে আল্লাহর রাসূল (সা.)! মানুষ তার মা-বাবাকে কীভাবে অভিশাপ করে? তিনি বললেন, কোনো ব্যক্তি অপরের মা-বাবাকে গালি দেয়। ফলে সেও তার মা-বাবাকে গালি দেয়।’ (বুখারী, হাদীস/৫৯৭৩; মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৯১৬)
ইসলামে আদব ও শিষ্টাচার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যার মাঝে এ গুণ নেই, সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আমি তো উন্নত চরিত্রের পূর্ণতা দিতে প্রেরিত হয়েছি।’ তাই কোনো মুসলিমের জন্য পারস্পরিক ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া, গালাগাল করা, অপরের প্রতি অকল্যাণ কামনা করা, অভিশাপ-অভিসম্পাত করা মোটেই শোভনীয় নয়।
রাব্বে কারীম আমাদের এ থেকে বিরত থেকে উন্নত আদর্শের এক সুন্দর ইসলামী জীবন যাপন করার তাওফিক দান করুন। আমীন।