শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের বেশির ভাগেরই আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।এরইমধ্যে সেখানে গতরাত ১২টা পর্যন্ত ১৪টি মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
মর্গে শনাক্তের পর বৃহস্পতিবার দুপুর থেকে মরদেহ হস্তান্তর শুরু হয়। সবশেষ খবর পর্যন্ত ৩৮ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে তা বুঝিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই প্রিয়জনের মরদেহ নিয়ে ঢাকার বাইরে বাড়ির পথ ধরেন। আর ঢাকার কয়েকজনের মরদেহ দাফন করা হয় আজিমপুরে।
আজিমপুর কবরস্থানের জ্যেষ্ঠ মোহরার হাফেজ মো. হাফিজুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডে নিহত পুরান ঢাকার কেবি রোডের বাসিন্দা মো. ইয়াসিনের (৩৩) লাশ দাফন করা হয়। আর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসহাক (৪০) নামের আরেকজনের মরদেহ দাফন করা হয়।
তিনি বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ কবর প্রস্তুত করে রাখতে বলেছে। আমরা ৮৫টি কবর প্রস্তুত করে রেখেছি।
রাজধানীর চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।