বদলে যাবে হোয়াটসঅ্যাপের ডিজাইন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ম্যাসেজ থেকে শুরু করে ফাইল ট্রান্সফারে হোয়াটসঅ্যাপ এক চমৎকার অ্যাপ৷ নতুন নতুন ইমোজি আর ফিচার নিয়ে গ্রাহকদের কাছে এখন অন্যতম আকর্ষণীয় এখন হোয়াটসঅ্যাপ৷ এবার সেই হোয়াটসঅ্যাপ আরো নতুন ফিচার যুক্ত হতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে WaBetaInfo-র একটি টুইট করা হয়৷ টুইটে বার্তায় জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে সেটিংস অপশন এবং লেআউটে বেশ কিছু বদল আসবে৷
হোয়াটসঅ্যাপের সেটিংসে থাকা Account, Chats, Notification, Payments, Data & Storage, Invite a friend এবং Help-র অপশনেও বেশ কিছু বদল এসেছে৷
এছাড়াও অ্যাকাউন্ট অপশনের ভেতরে Privacy, Security, Two-Step verification, change number এই অপশনগুলোতেও এবার এসেছে বেশ কিছু বদল৷ প্রতিটি অপশনের পাশে রয়েছে একটি করে ছবি৷
এই নতুন আপডেটে চ্যাটের নীচে থাকবে Wallpaper, Chat Backup, Chat History-র চিহ্ন ৷ এছাড়াও ‘Help’ অপশনের নীচে থাকছে FAQ, Contact Us, Terms and Privacy Policy, App Info৷
‘Name’, ‘About’ এবং ‘Phone’ ক্যাটাগরির ক্ষেত্রেও আলাদা একটি অপশন থাকবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সানটি হল 2.19.45৷