ফতুল্লায় কয়েলের আগুনে দগ্ধদের মধ্যে মা-মেয়ের মৃত্যু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের মধ্যে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তারা হলেন, হরিদাসি ওরফে ছায়া রানী (৫৫) ও তার মেয়ে সুস্মিতা (২৭)। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোরে ছায়া রানী এবং সকাল ১০টার দিকে সুমিত্রার মৃত্যু হয়।
ছায়া রানীর শরীরের ৬০ শতাংশ এবং সুমিত্রার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ভর্তি থাকা বাকি সাতজনের অবস্থাও ভালো নয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই বাচ্চু মিয়া পরিবর্তন ডটকমকে জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে বুধবার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় জাকির মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বাকি দগ্ধরা হলেন, নারায়ণ (৪০), রমিত (১৪), শাওন (১০), অর্চন (২৮), অর্পিতা (১০), শ্রীনাথ (৩৫) ও অনামিকা (১৫)।
প্রতিবেশীরা জানান, রাতে ঘুমানোর সময় পরিবারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। আর কয়েলের আগুন তাদের কাপড়ে ও আসবাবপত্রে লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।