মোবাইলে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে তুরস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
তুরস্কের কাউনিয়া প্রদেশের দারুল আফতা’র পক্ষ থেকে মোবাইলের মাধ্যমে কুরআন প্রশিক্ষণের পদ্ধতি চালু করা হয়েছে। বার্তা সংস্থা ইকনা বলছে, এখন থেকে তুরস্কের নাগরিকগণ দারুল আফতায় টেলিফোন করে তাদের কুরআন তেলাওয়াত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে অবগত হতে পারবে।
কাউনিয়া প্রদেশর দারুল আফতা এই প্রকল্পটি চালু করেছে। এর মাধ্যমে তুরস্কসহ বিদেশ থেকেও টেলিফোনে যোগাযোগ করে কুরআনিক সেবা গ্রহণ করা যাবে।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত তিন হাজার ব্যক্তি টেলিফোন করে কুরআন তিলাওয়াত শিক্ষা অর্জন করেছেন। পর্যাপ্ত সময়ের অভাবে যারা কুরআন তিলাওয়াত শিক্ষা কোর্সে অংশগ্রহণ করতে পারছে না তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।