সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জানাজার নামাজ পড়ার নিয়ম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

জানাজা একটি বিশেষ দোয়া যা কোনো মৃত মুসলমানকে কবর দেয়ার পূর্বে অনুষ্ঠিত হয়। সচরাচর এটিকে ‘জানাজার নামাজ’ নামে অভিহিত করা হয়। মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মে বিশ্বাসীদের জন্য এটি ফরজে কেফায়া বা সংশ্লিষ্ট সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব অর্থাৎ কোনো মুসলমানের মৃত্যু হলে সেই মুসলমান সমাজের পক্ষ থেকে অবশ্যই জানাজার নামাজ পাঠ করতে হবে। তবে কোনো এলাকা বা গোত্রের পক্ষ থেকে কিছু লোক আদায় করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়।

 

জানাযার নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে বা দলবদ্ধভাবে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বেজোড়সংখ্যক কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ নামাজ আদায় করেন। এটি ৪ তাকবিরের নামাজ। দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হয় এবং সালাম ফেরানোর মধ্য দিয়ে এ নামাজ শেষ হয়। সাধারণত জানাজার নামাজের শেষে মোনাজাত বা দোয়া করতে হয় না কারণ ইসলামের প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী এ নামাজের মাধ্যমেই মৃতের জন্য দোয়া করা হয়। জানাজা শেষে মৃতব্যক্তিকে অবিলম্বে গোরস্থানে নিয়ে যেতে হয় এবং ইসলামি রীতিতে কবর তৈরী করে মাটিতে দাফন করতে হয়।

 

জানাজার নামাজ পড়ার নিয়ম:

প্রথম তাকবিরে ছানা ।
দ্বিতীয় তাকবিরে দুরুদে ইবরহীম।
তৃতীয় তাকবিরে মৃত ব্যক্তির জন্য দোয়া- ‘আল্লাহুম্মাগ ফিরলী হাইয়্যেনা ওয়া মাইয়্যাতিনা.. শেষ পর্যন্ত।
চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে শেষ করবে জানাজার নামাজ।