বেরোবিতে শীতার্ত মানুষের জন্য ‘মানবতার দেয়াল’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নিজের অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড় দেয়ালে ঝুলিয়ে রাখবে এবং সেখান থেকে গরীব মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নিবে। ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেয়ালের এরকম একটি অংশের নাম দেয়া হয়েছে ‘মানবতার দেয়াল’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য এই ‘মানবতার দেয়াল’ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে এটি চালু করা হয়েছে।
জানা যায়, ‘মানুষের পাশে মানবতা,বেঁচে থাক মানবিকতা’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমীরণ সরকারের পরিচালনায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাবেক সহ সম্পাদক মারুফ ভুইয়া, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মামুন, ম্যানেজম্যন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রিতম আগারওয়ালের তত্ত্বাবধানে শীতার্ত মানুষকে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণের জন্য এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন সীমানা প্রাচীর ঘেঁষে লেখা রয়েছে, ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস নিঃশর্তভাবে এভাবে এখানে দিয়ে যান পক্ষান্তরে আপনার প্রয়োজনীয় কিছু এখানে থাকলে তা বিনামূল্যে আপনি নিয়ে যেতে পারেন। এভাবে শুরু হোক আমাদের ভালবাসার লেনদেন। নিতে কোনো লজ্জা করিবেন না, দিতে কোনো গর্ববোধ করিবেন না। মানবসেবা করে অনুভব করুন নির্মল আনন্দ।’ এখান থেকে রিক্সাচালক, ভ্যানচালকসহ, স্থানীয় গরীব মানুষদেরকে প্রয়োজনীয় কাপড় বেছে বেছে নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম একটি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে জেনে খুব ভাল লাগছে। তারা অন্য কোনো অপ্রয়েজনীয় বিষয় নিয়েও ব্যস্ত থাকতে পারতো। সেটা না করে মানুষের কথা, মানবতার কথা ভাবছে এজন্য তাদেরকে সাধুবাদ জানাই।’
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, যে কেউ তার ব্যবহারযোগ্য অপ্রয়োজনীয় কাপড় এখানে দিতে পারবে এবং গরিব মেহনতি মানুষের যে কেউ এখান থেকে কাপড় নিতেও পারবে। ২৪ ঘণ্টার জন্য এটি চালু থাকবে।’
সবাইকে তিনি মানবতার দেয়ালের পাশে দাঁড়াতে আহ্বান করেন।