পকেটে আইফোন এক্সএস ম্যাক্স বিস্ফোরণ, আহত ১
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সম্প্রতি বাজারে এসেছে আইফোনের তিনটি নতুন মডেল। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর-এই তিনটি মডেলের মধ্যে এক্সএস ম্যাক্স বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আই ড্রপ নিউজের বরাত দিয়ে গেজেটস নাউ এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, গত ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের হিলার্ড নামের এক ব্যক্তির পকেটে ছিল আইফোন এক্সএস ম্যাক্স। হঠাৎ সেটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এবং তিনি আহত হন।
হিলার্ড বলেন, বিষয়টি তিনি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব না দেয়ায় মামলার সিদ্ধান্ত নিয়েছেন।