বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

নতুন ব্র্যান্ডের তকমা পাচ্ছে `রেডমি`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেতে যাচ্ছে রেডমি। তবে কোম্পানির প্রিমিয়াম শাওমি ব্র্যান্ডের পাশেই থাকবে রেডমি ব্র্যান্ড। নতুন ব্র্যান্ড হিসাবে ১০জানুয়ারি প্রথম স্মার্টফোন লঞ্চ করবে প্রতিষ্ঠানটি।

শাওমি প্রধান লেই জুন জানিয়েছেন, রেডমির নতুন ফোনে ৪৮ম্যাগাফিক্সেল ক্যামেরা থাকবে। আগেও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এই স্মার্টফোন আগমনের জানান দিয়েছিলেন জুন। আগামী ১০ জানুয়ারি চীনে এই স্মার্টফোন লঞ্চ হবে। 

চীনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ওয়েবো'তে এক পোস্টে লেই জুন রেডমি ব্র্যান্ডের নতুন লোগো প্রকাশ করেছেন।  জুন জানিয়েছেন, রেডমি সিরিজের নতুন ফোনে ফ্ল্যাগশিপ কনফিগারেশান থাকবে।