মধ্যবিত্তদের জন্য অ্যাপলের নতুন উদ্যোগ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের শেয়ার কমছে প্রতিনিয়ত। এর নেপথ্যে চীন। দেশটিতে বিপুল পরিমাণ আইফোন বিক্রি হতো প্রতি মাসে, কিন্তু এখন সংখ্যাটা প্রায় শূন্যের কোটায়! সে কারণেই চীনে সস্তা হতে চলেছে আইফোন এক্স আর।
.
সম্প্রতি জাপানে সস্তা হয়েছে অ্যাপলের ডিভাইসটি। পাশাপাশি চীনে একাধিক পুরনো আইফোন ডিভাইসের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া নতুন বছরে ভিডিও স্ট্রিমিং অ্যাপ নিয়ে আসতে চলেছে অ্যাপল।
ড্যানিয়েল ইভস নামে এক স্মার্টফোন বিশ্লেষক জানিয়েছেন, বাজারে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে আইফোন এক্সআর মডেলের দাম অনেকটাই কমাতে চলেছে অ্যাপল। ইতোমধ্যেই চীনের বড় রিটেলাররা একাধিক আইফোন স্মার্টফোনে বিপুল ডিসকাউন্ট দিতে শুরু করছে। আস্তে আস্তে এটা বিশ্বব্যাপী ছড়াবে।
সম্প্রতি বেশ নড়বড়ে অ্যাপল স্টক। এর অন্যতম কারণ, লেটেস্ট আইফোন এক্সআর-এর আকাশছোঁয়া দাম। যা লগ্নিকারীদের বেশ চিন্তায় রেখেছে। তাই নতুন গ্রাহক টানতে সর্বশেষ মডেলটি সস্তা করার সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপল।