বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

চুরি যাওয়া ফোন লক করে দেবে বিটিআরসি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মোবাইল ফোনেই ছিল আপনার যতসব ব্যক্তিগত তথ্য-উপাত্ত। হঠাৎ ফোনটি চুরি হয়ে গেল। আপনি চিন্তায় পড়ে গেলেন যে, ব্যক্তিগত তথ্য অন্য কারো কাছে চলে যায় কিনা? এমন অবস্থায়, আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটিকে কি আপনি ব্যবহারের অনুপযোগী করে ফেলতে চান?

আগামী কয়েক মাসের মধ্যেই এমন সুখবর পেতে যাচ্ছেন আপনি। কারণ- এবার থেকে চুরি হয়ে যাওয়া যেকোনো মোবাইল ফোনকে লক করে রাখা যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল (২২ জানুয়ারি) থেকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপম্যান্ট আইডেন্টি (আইএমইআই) নম্বর ডাটাবেস সেবা চালু করতে যাচ্ছে বিটিআরসি।

 

আইএমইআই ডাটাবেসের মধ্যে ব্যবহারকারীর মোবাইল ফোনের নম্বর, সিম কার্ডের নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি সংরক্ষণ করে রাখা হবে।

ফলে, কোনো মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওই ফোনটিকে লক করে দেয়া যাবে। এ প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন চুরি হওয়ার হার কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে জেনে নিতে পারেন, সেটি ডাটাবেসে সংরক্ষিত হয়েছে কি না।

তাছাড়া, আপনি চাইলে *#০৬# নম্বরে ডায়াল করে আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি জেনে নিতে পারবেন।