ডার্ক সার্কেল? দূর করুন বড়দিনের আগেই
লাইফস্টাইল ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
চোখের নীচে কালচে ছাপ বা ডার্ক সার্কেল আপনার সৌন্দর্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। চড়া মেকআপ দিয়ে ডার্ক সার্কেল ঢাকা যায় ঠিকই, তবে মেকআপ তো কখনো সমস্যার সমাধান হতে পারে না! চোখের নীচে এই ডার্ক সার্কেল তৈরি হলে চেহারাও খুব রুগ্ণ দেখায়। অপর্যাপ্ত ঘুম বা অসময়ে ঘুমের অভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে শরীর যে অসুস্থ হয়ে পড়বে তা শুধু নয়, অনিয়মের ছাপ পড়বে চেহারায়, চোখে-মুখেও। তবে চোখের নীচের এই কালোদাগ বা ডার্ক সার্কেল সহজেই দূর করা সম্ভব।
চোখের নীচের এই কালোদাগ থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমানে ভিটামিন সমৃদ্ধ খাবার পাতে রাখা জরুরি। বিশেষ করে ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবার খেতে হবে, যার অভবে চোখের নীচের এই কালোদাগ বা ডার্ক সার্কেল তৈরি হয়। এ বার ডার্ক সার্কেল দূর করার সহজ উপায়গুলো জেনে নেওয়া নিন।
ডার্ক সার্কেল দূর করার কয়েকটি সহজ প্রাকৃতিক উপায়:
১. ২টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর অন্তত ১৫ মিনিট রাখুন। এইভাবে নিয়মিত শসার রস চোখের উপর লাগাতে পারলে দ্রুত উপকার পাবেন।
২. খোসাসহ আলু বেটে বা পেস্টের মতো করে চোখের উপরে মাখিয়ে কিছু ক্ষণ রাখুন। দ্রুত উপকার পাবেন।
৩. ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ডার্ক সার্কেলের সমস্যায় ভালো ফল পাবেন। রাতে শোবার আগে অন্তত মিনিট পনেরো নিয়মিত রাখতে হবে।
৪. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে মালিশ করলেও দ্রুত উপকার পাবেন।
৫. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্টের মতো তৈরি করে চোখের চারপাশে লাগাতে পারেন। এতেও উপকার মিলবে