বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

১৬০ দেশের অংশগ্রহণে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

আজ শুরু হচ্ছে মোবাইল ফোন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডাব্লিউসি। স্পেনের বার্সালোনায় চারদিনের সম্মেলনটিতে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব।

 

আয়োজনের প্রতিদিনই প্রকাশ হবে নানা চমকপ্রদ সব খবর। বিশ্বের বড় বড় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এই আয়োজনে তাদের সর্বশেষ হ্যান্ডসেট ঘোষণা করবে। তাদের হ্যান্ডসেটে আসা নতুন সব উদ্ভাবনের খবর জানাবে এর মাধ্যমে। থাকছে বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার-সভা। নীতি নির্ধারণী আলোচনা আর বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিয়াল কনফারেন্স। যেখানে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি থাকবে বক্তব্য উপস্থাপন।

ইতোমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান তাদের পণ্য আনার কথা ঘোষণা দিয়েছে। অনেকেই আবার সম্মেলনটি শুরুর আগেই তাদের পণ্য উন্মোচন করেছে। নতুন ফোনের ঘোষণা ও উন্মোচন করতে মুখিয়ে আছে স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, ভিভো, সনি, শাওমিসহ অনেক ব্র্যান্ড। এবারের আয়োজনের অন্যতম দিক হচ্ছে ফাইভজি স্মার্টফোন। একই সঙ্গে ফোল্ডেবল স্মার্টফোনও হতে যাচ্ছে অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। ঘোষণা হতে পারে ফাইভজি কিছু মডেমও।

 

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে রোববার ঢাকা ছাড়েন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারসহ ১১ সদস্যের প্রতিনিধি দল। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বার্সেলোনায় গিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক, টেলিটক এমডি মো. শাহাব উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব উর্মী তামান্না, মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তাসকিনুর রহমান, বিটিআরসির উপপরিচালক খালেদ ফয়সাল, মো. সোহেল রানা, বিআইএমইই’র সহপ্রতিষ্ঠাতা বিজয় জব্বার এবং অ্যামটবের সাবেক মহাসচিব টিআইএম নূরুল কবীর।

এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১৬০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। বিভিন্ন আয়োজনে অংশ নেবেন সারা বিশ্বের প্রায় ২২০০ সাংবাদিক। সব আয়োজন মিলিয়ে এক হাজার ২০০ জনের বেশি বক্তা। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে সর্বনিম্ন এক লাখ মানুষ অংশ নেবেন।