বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

২০১৮ সালে কত টাকার ফোন বিক্রি হয়েছে জানেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বৈশ্বিক বাজারে স্মার্টফোন বিক্রি কমেছে। গত বছরও বিক্রির দিক থেকে হ্যান্ডসেটের বাজার খানিকটা মন্দা ছিল। কিন্তু বেড়েছে বাজারমূল্য। জার্মানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকে জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে ৫২ হাজার ২০০ কোটি ডলারের স্মার্টফোন বিক্রি হয়েছে, যা ২০১৭ সালের চেয়ে ৫ শতাংশ বেশি।

 

গতকাল থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯’ উপলক্ষে বৈশ্বিক হ্যান্ডসেট বাজার সম্পর্কিত গবেষণার ফলাফল প্রকাশ করেছে জিএফকে। প্রতিষ্ঠানটি জানায়, গত বছর বিশ্বজুড়ে মোট ১৪৪ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, গত বছরের চেয়ে বিক্রি কমেছে ৩ শতাংশ।

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকেও স্মার্টফোন বিক্রিতে একই প্রবণতা দেখা গেছে। এ সময়ে বিশ্বজুড়ে ৩৭ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১৪ হাজার ৪০০ কোটি ডলার। সংখ্যা বিবেচনায় এক বছরের ব্যবধানে এ প্রান্তিকে স্মার্টফোনের বিক্রি কমেছে ৭ শতাংশ।

 

আকার ও সংখ্যা বিবেচনায় গত বছর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। গত বছর স্মার্টফোন কোম্পানিগুলো এ অঞ্চল থেকে ২৫ হাজার ৪০০ কোটি ডলার আয় করেছে, যা বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি থেকে প্রাপ্ত আয়ের প্রায় অর্ধেক। ২০১৮ সালে এ অঞ্চলে স্মার্টফোন বিক্রি থেকে কোম্পানিগুলোর আয় ৫ শতাংশ বেড়েছে। এ সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রেতারা ৭৩ কোটি ২০ লাখ ইউনিট স্মার্টফোন কিনেছেন। বৈশ্বিক ধারার সঙ্গে মিল রেখে এ অঞ্চলে স্মার্টফোনের চাহিদা সামান্য কমেছে।