বুধবার   ১২ মার্চ ২০২৫   ফাল্গুন ২৭ ১৪৩১   ১২ রমজান ১৪৪৬

চকবাজার ট্রাজেডি স্মরণে পাবনায় মূকাভিনয় প্রদর্শনী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

পাবনায় মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০১৯’ এর মূল মঞ্চে প্রতিদিনের সাংস্কৃতিক আয়োজনে সোমবার সন্ধ্যায় চকবাজার ট্রাজেডি স্মরণে ‘পাবনা থিয়েটার ৭৭’ ও ‘অনিরুদ্ধ নাট্যদল’এর যৌথ প্রযোজনায় 'স্টপ ভায়োলেন্স', 'এন্টি করাপশন', 'ফেসবুক এডিকশন' ও 'হরোর অফ ড্রাগ' শিরোনামে নকশা মূকাভিনয়  মঞ্চায়িত হয়।
  
সামাজিক সচেতনতামূলক রম্য এ মূকাভিনয় প্রযোজনার নির্দেশনা দিয়েছেন ঢাকা’র নাট্যসংগঠন  ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক  তানভীর শেখ এবং প্রযোজনা উপদেষ্টা হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন ‘পাবনা থিয়েটার ৭৭’ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম। 

এছাড়াও অভিনয় করেন প্রিন্স ভট্টাচার্য, জান্নাতুল মিমি, রাজিব কুমার নয়ন, তারেক হাসান, তনিমা ইসলাম করবী, মোস্তাফিজুর রহমান রিয়ন, সাদ আহমদ খান, শফিউল্লাহ উৎস, শরিফুল ইসলাম স্মরণ, রাশেদুল ইসলাম রাতুল, ও ইসরাত জাহান। শব্দ পরিকল্পনা করেছেন সাজ্জাদ হোসাইন এবং প্রযোজনা ব্যাবস্থাপনার দ্বায়িত্ব পালন করেন কনক মোহন রায়। 

মূকাভিনয় প্রদর্শনীর পূর্বে চকবাজার ট্রাজেডি স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও রাষ্ট্রীয় শোক উপলক্ষে কালো ব্যাচ পরিধান করে মূকাভিনয়ে অংশগ্রহন করেন শিল্পী ও কলাকুশলীরা। ঘন্টাব্যাপী এ মূকাভিনয় প্রদর্শনীতে পাবনার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সংগঠক ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো।