৩০০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক আব্দুল মোতালেব সহ ১০ জন চিকিৎসক ও কর্মচারীদের বিদয়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আব্দুল মোতালেব মিয়া, সিনিয়র কনসালটেন্ট (এ্যাসথেসিয়া) এ কে এম নুরুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট ( নাক কান গলা বিভাগ) ডা. মো. খোরশেদ আলম , সিনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. পলক কুমার মোহন্ত, প্রশাসনিক কর্মকর্তা কাজী হেলাল উদ্দিন, নার্সিং সুপারভাইজার মোহসীনা আক্তার, ইনস্ট্রমেন্ট টেকনিশিয়ান মো. মোশাররফ হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মীর মাহবুব আলী, ওয়ার্ড বয় সোহরাব হোসেন, আয়া রুবিয়া বেগম কে এ বিধায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিধায় সংবর্ধনায় সিনিয়র কনসালটেন্ট (এ্যানসথেসিয়া) ডা. এ কে এম নুরুজ্জামান বলেন, অনেকেই বলে হাসপাতালে ডাক্তার কিংবা অন্য কেই ভাল ব্যবহার করে না, সেবা ভাল পাইনা। তাদেরকে সবসময় বলি, আপনার এক্সপেক্টশন আর আমাদের চিকিৎসা দেওয়ার ক্ষমতা কতটুকু সেটা একবার বিবেচনা করেন। হাসপাতালের কর্মরত সকলের কাছে আমার অনুরোধ আপনাদের যতটুকু সম্ভব রোগীদের সেবা করেন। যতটুকু সম্ভব রোগীদের সাথে ভাল ব্যবহার করা উচিত। আপনারা এটাই করবেন, আশা করব।
বিদায় সংবর্ধনায় তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোতালেব মিয়া কান্না বিজরিত কন্ঠে বলেন, আপনদের সাথে আন্তরিকতা সবসময়ই থাকবে। অনেক ভাল কাজ করেন আপনারা, মানুষের সেবা করেন। নিজের সাধ্য অনুয়ায়ী সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা করতে হবে। ঈমানের সাথে আপনাদের কাজ করতে হবে। তাহলেই ভাল ভাবে কাজ করতে পারবেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে চিকিৎসা তত্ত্বাবধায়কের এর ব্যক্তিগত সহকরী মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে র্আও উপস্থিাত ছিলেন, আবাসিক চিকিৎসক শামসুজ্জোয়া সরকার সঞ্চয়, জুনিয়র কনসালটেন্ট ডা. বিধান চন্দ্র পোদ্দার, সিনিয়র কনসালটেন্ট ডা.জে এম কবির প্রমুখ।