যে কারণে ভারতে নায়িকা সিমলা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদের নামের সঙ্গে সিমলার নামও উঠে আসে। কথা উঠে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবি জাহান চিত্রনায়িকা সিমলার স্বামী। এমনটা দাবি করেছেন পলাশের পরিবারও।
কিন্তু ওই সময় এ বিষয়ে চিত্রনায়িকা সিমলার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শুধু তাই নয়, পরিচিতজনরাও দিতে পারেনি তার খোঁজ।
অবশেষে জানা গেল, ভারতের মুম্বাইয়ের মীরা রোডের একটি বাসায় বসবাস করছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত নায়িকা সিমলা। সেখানে নির্মাতা অর্পণ রায় চৌধুরীর ‘সফর’ নামের একটি হিন্দি ছবির শুটিংয়ে অংশ নিতেই তার এই ভারত সফর। এরই মধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। এটি তৈরি হচ্ছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে।
এছাড়াও সেখানে আরও কিছু ছবির কাজ করার কথা চলছে সিমলার। আর এ কারণে বেশ কিছুদিন ধরেই ভারতে অবস্থান করছেন এই নায়িকা।
এদিকে, পলাশ আহমেদের সঙ্গে বিয়ে প্রসঙ্গে সিমলা জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পলাশের সঙ্গে তার প্রথমবার দেখা। ২০১৮ সালের ৩ মার্চ তারা বিয়ে করেন। আর গত বছর ৬ নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ১৫ নভেম্বর ভারতের মুম্বাইয়ে পাড়ি জমান সিমলা।
উল্লেখ্য, গত রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ নিহত হয়।