দেখে নিন সিরিজ জিততে একাদশে যে বিশাল পরিবর্তন করবে বিসিবি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে হেরেছে টাইগাররা। এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কয়েকজন ব্যাতিত বলার মতো ভালো করতে পারেনি আর কেউই।
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস সবাই ব্যর্থ এই সিরিজে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে তাই কোন পরিবর্তন ছাড়াই নেমেছিল টাইগাররা। তবে এবার তৃতীয় ম্যাচে এসে পরিবর্তন যে আসছে সেটা নিশ্চিত।
পরিবর্তন তাহলে আসবে কোন পজিশনে?
পরিবর্তন আসতে পারে ইমরুল কায়েসের জায়গায়। দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। আর তাই তাকে বাদ দিয়ে দলে সুযোগ পেতে পারেন মোহাম্মদ মিঠুন। সৌম্য সরকার প্রমোশন পেয়ে উপরে উঠে তিনে নামতে পারেন আবারও। আর ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকেই।
শুধু এখানেই নয়, তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে শেষ দিকের লাইনআপেও। রুবেল হোসেন এই ম্যাচে বাদ পড়তে পারেন। আর তার জায়গায় দলে আসতে পারেন সাইফ উদ্দিন।