বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

ফেসবুকের‌ ‘হিস্ট্রি ক্লিয়ার’ করতে পারবে ব্যবহারকারীরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে জেনেও প্ল্যাটফর্মটি ছাড়তে পারছেন না অনেকেই। সবার সঙ্গে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়া সাইটটির কাছে ধরনা দিতেই হয়। তবে যারা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাদের জন্য সুখবর দিয়েছেন ফেইসবুকের চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও)।

তিনি নিশ্চিত করেছেন গোপনীয়তা নিয়ন্ত্রণের জন্য এ বছরের শেষ দিকে নতুন কয়েকটি ফিচার আনছে ফেইসবুক। এর মধ্যে একটি ফিচারের নাম হবে ‘ক্লিয়ার হিস্ট্রি’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট থেকে কোন ওয়েবসাইটগুলোতে প্রবেশ করেছেন তার হিস্ট্রি ক্লিয়ার করতে পারবেন।

ফেসবুক ব্যবহারকারীরা তাদের ওয়ালে মাঝেমধ্যেই বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পান। এসব বিজ্ঞাপনের কিছু থাকে ইউজার-স্পেসিফিক। হয়তো কোনো ইউজারের রিলেশনশিপ স্ট্যাটাস দেয়া রয়েছে সিঙ্গেল। সেক্ষেত্রে তার ফেসবুক ওয়ালে ম্যাট্রিমোনি এজেন্সির বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে। আবার কোনো ব্যবহারকারীর রিলিজিয়াস স্ট্যাটাস হয়তো ইসলাম। এক্ষেত্রে তার ওয়ালে হালাল খাদ্যপণ্যের বিজ্ঞাপন চলে আসতে পারে।

 

কিন্তু কীভাবে অ্যাডভার্টাইজাররা এসব সুনির্দিষ্ট ব্যবহারকারীকে টার্গেট করে? এক্ষেত্রে তারা ফেসবুকের কাছ থেকে ব্যবহারকারীদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এসব তথ্যের সবকিছুই যে ব্যবহারকারীরা নিজে থেকে ফেসবুককে সরবরাহ করেন, তা নয়। সোস্যাল মিডিয়াটি অনেক সময় তৃতীয় পক্ষের অ্যাপ ও ওয়েবসাইট থেকে কিছু তথ্য সংগ্রহ করে, যেগুলোয় কোনো না কোনো সময় ফেসবুক ব্যবহারকারীরা ঢুঁ মেরেছেন।

ব্যবহারকারীরা যেসব তথ্য নিজে থেকে ফেসবুককে সরবরাহ করেন, সেগুলো তারা যেকোনো সময় মুছে ফেলতে অথবা পরিবর্তন করতে পারেন। কিন্তু তৃতীয় পক্ষের মাধ্যমে যেসব তথ্য ফেসবুকের কাছে যায়, সেগুলো মুছে ফেলার ক্ষমতা নেই ব্যবহারকারীদের। তবে আর বেশিদিন অপেক্ষা নয়; শিগগিরই ব্যবহারকারীদের এ ক্ষমতা দিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নতুন একটি প্রাইভেসি টুল যোগ করতে যাচ্ছে তারা। ফেসবুকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ডেভিড ওয়েহনার জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ প্লাটফর্মটির প্রাইভেসি ফিচারে ‘ক্লিয়ার হিস্ট্রি’ নামে একটি টুল যোগ করা হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ফেসবুক সংগৃহীত বিভিন্ন তথ্য মুছে ফেলতে পারবেন।

নতুন টুলটি যোগ করার পর এসব তথ্যের ওপর ফেসবুক ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ জোরালো হবে। তৃতীয় পক্ষের কোন অ্যাপ তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে, কী ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই তা জানতে পারবেন। তারা চাইলেই এসব তথ্য ফেসবুক থেকে পুরোপুরি মুছেও দিতে পারবেন।