বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

অনুবাদে ছবি দেখাবে অ্যাপ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

অনুবাদের অ্যাপ ‘এক্সপিক’ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয়েছে। এই অ্যাপটি বাক্য অনুবাদের বদলে ওই সম্পর্কিত ছবি দেখাবে। ব্রিটেনের ট্যাবলেট মিরর এমন এক প্রতিবেদন প্রকাশ করে।

অ্যাপটিতে বিভিন্ন ভাষার শব্দ শনাক্ত করে সহজে বোঝা যায়,  গ্রাহককে এমন ছবি দেখানো হব। যারা নিয়মিত বিভিন্ন দেশে ভ্রমণ করেন তাদের জন্য অ্যাপটি সহায়ক হবে।  

প্রতিবেদনে বলা হয়, কণ্ঠ দিয়ে অনুসন্ধান করা যাবে এক্সপিক-এ। ফলে কারো কিছু লাগলে তা মুখে বললেই হবে। ধরুন, কারো মস্কো এয়ারপোর্টে যেতে ট্যাক্সি লাগবে। তাহলে অ্যাপটিকে বলতে হবে ‘এয়ারপোর্টের জন্য ট্যাক্সি’।

 

অন্যান্য অনুবাদের অ্যাপ আপনাকে এটি রাশিয়ান ভাষায় অনুবাদ করে দেখাবে। কিন্তু এক্সপিক-এ দেখানো হবে একটি ট্যাক্সি এবং একটি এয়ারপোর্টের ছবি।

ফলে চালককে ছবি দেখালেই তিনি বুঝতে পারবেন গ্রাহক কি চায়। সেই অনুসারে ছবিগুলো সাজানো যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।