শনিবার   ০৫ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৬ শাওয়াল ১৪৪৬

সহযোগীসহ `দয়াল বাবা` আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

প্রতারক চক্রের মুলহোতা 'দয়াল বাবা' ও তার সহযোগীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৭ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ-নরসিংদী মহাসড়কের আড়াইহাজার থানার বান্টিবাজার হতে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাজ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সৈয়দ আকতার হোসেন লিটন (৪৫), মুকলেসুর রহমান ওরফে দয়াল বাবা (৫২) ও দুলাল ওরফে দুলাল পাগলা (৩২)।

এই সংঘবদ্ধ প্রতারকচক্র ভুয়া মোবাইল সিম ব্যবহার করে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উচ্চপদস্থ চাকরিজীবিদের শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।
 
র‌্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি আড়াইহাজার থানার জনৈক মমতাজ হাসান র‌্যাব-১১ বরাবর লিখিত অভিযোগ জানান, একটি অপরিচিত মোবাইল নাম্বার (০১৮৮০৮৭৭০৮৬) থেকে দেশের শীর্ষ-সন্ত্রাসী মিরপুরের শাহাদাত পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে। ‘বাঁচতে চাইলে ৫ লাখ টাকা চাঁদা দে’ বলে হুমকি দেয়।

প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই ও অনুসন্ধানে জানা যায়, ওই পরিচয়ে একই ব্যক্তি একাধিক সিম ব্যবহার করে দেশের বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারি ও বেসরকারি উচ্চ পদস্থ চাকরিজীবিদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদার দাবি করেছে। অনেকে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বিকাশে চাঁদা দিয়েছে। অনেকে হুমকিতে ভীত সন্ত্রন্ত ও অসুস্থ হয়ে পড়েছে। আবার অনেকে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরীও করেছে।

র‌্য্যাব-১১ এর একটি আভিযানিক দল দীর্ঘদিন অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই প্রতারক চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গত রাতে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ-নরসিংদী মহাসড়কের আড়াইহাজার থানার বান্টিবাজার থেকে ৩ জনকে আটক করা হয়।