বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেএমবি’র নারী শাখার প্রশিক্ষক গ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতে মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও পলাতক আসামি বাপ্পী সরকার বিপুলকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২। এ সময় বাপ্পীর কাছে বিপুল পরিমাণ উগ্র মৌলবাদী বই ও সরকারবিরোধী বিভিন্ন প্রচারপত্র পাওয়া গেছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) মোহাম্মদ সাইফুল মালিক রাতে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত বছর জুলাই মাসে জেএমবি’র শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যে সংগঠনের প্রশিক্ষক বাপ্পির নাম জানা যায়। এছাড়া আরো কয়েক জন উগ্রবাদী সহযোগী, নারী সদস্য ও তাদের উগ্রবাদীধারায় উদ্ভুদ্ধ করার কাজে প্রশিক্ষণ দাতাদের নাম জানায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফার্মগেটে অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছে বিভিন্ন ধরনের ১৭টি উগ্রবাদী বই ও সকারবিরোধী প্রচারপত্র পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে বাপ্পী জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ নেতাদের একজন। ধর্মভীরু সরল ব্যক্তিদের সন্ত্রাসী কার্মকাণ্ড, নাশকতা সৃষ্টি ও জিহাদে উসকে দেয়ার চেষ্টা করেন। দীর্ঘদিন যাবৎ ধর্মীয় অপব্যখ্যা সম্বলিত উগ্রবাদী বই, প্রচার পত্র বিলি করে আসছেন। এছাড়া সংগঠনের জন্য সদস্য সংগ্রহসহ জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালিক আরো জানান, বৃহস্পতিবার বাপ্পীকে যাত্রাবাড়ী থানার আগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞাসবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আবেদনে দুই দিনের রিমান্ড আদেশ দেন আদালত।