বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পোশাক তৈরিতেই এক মাস!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

এবারের অস্কার আসরে এমা স্টোন ছিলেন নানা কারণে আলোচিত। তিনি নিজে মনোনয়ন পেয়েছিলেন সেরা পার্শ্ব-অভিনেত্রী ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে মনোনীত অন্য অভিনেত্রীকে ফুল পাঠিয়ে শুভ কামনা জানিয়েছিলেন। অস্কার ঘোষণার পর অনেক অভিনেতা-অভিনেত্রীর কাছে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

 

এমা স্টোনের এই কর্মকাণ্ডের মধ্যে অনেকেরই হয়তো চোখে পড়েনি তাঁর পোশাক। সোনালি কারুকাজ করা পোশাক তৈরি করতে সময় লেগেছে ৭১২ ঘণ্টা বা প্রায় ৩০ দিন। নিকোলাস গেসকুইয়ারের ডিজাইন করা পোশাকটি তৈরির পর আরো ২২ ঘণ্টা লাগে সেটা পরার উপযোগী করতে। 

পোশাকটি তৈরির সঙ্গে জড়িত একজন জানান, ‘নকশা খুবই জটিল ছিল। এ জন্য পোশাকে ব্যবহৃত উপকরণগুলো লাগাতে বেশ বেগ পেতে হয়েছে। নকশা অনুযায়ী উপকরণগুলো ছোট-বড় করতেই অনেক সময় চলে গেছে।’